WestBengalBangla

Dec 09 2023, 16:53

রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে নদীয়ার নবদ্বীপে শুরু হলো দুই দিন ব্যাপি অন্তধর্মীয় সম্মেলন

নদীয়া: রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুরে শুরু হয়েছে অন্তধর্মীয় সম্মেলন।সারা ভারতে মাত্র ৬টি অন্তধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপেও এই অন্তধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। যার সূচনা হলো শনিবার, নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় স্থানীয় রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে দুদিনের এই সম্মেলন শুরু হল ০৯.১২.২০২৩, শনিবার। মহাপ্রভু ও দিব্যত্রয়ীকে পুষ্পাঞ্জলি, বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভসূচনা হয়।উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমানকৃষ্ণ সাহা।

ছিলেন বেলুড় মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ, বৃন্দাবনের রাধারমন মন্দিরের আচার্য্য ও ভগবত পন্ডিত শ্রীবৎস গোস্বামী সহ বহু গুণী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সারা ভারতের ৩টি রাজ্য এবং ১৬টি জেলা থেকে প্রায় ৯০০ অধ্যাত্মপিপাসু প্রতিনিধি ও অতিথি হাজির হয়েছিলেন এই ঐতিহাসিক মহাসম্মেলনে।

উদ্বোধনী ভাষণ দিলেন বেলুড় মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। বক্তব্য রাখলেন বৃন্দাবনের রাধারমন মন্দিরের আচার্য্য ও ভগবত পন্ডিত শ্রীবৎস গোস্বামী। সভাপতির আসন অলংকৃত করেন গোলপার্কের সম্পাদক এবং সুবক্তা স্বামী সুপর্ণানন্দ।

নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ বলেন দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের শনিবার সূচনা হলো এবং আগামীকাল রবিবার (১০.১২.২০২৩,) বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম এবং অচিন্ত্য ভেদাভেদ বাদের উপর আলোচনা করবেন প্রাক্তন অধ্যাপক ব্রজকিশোর সাঁই, পুরী, স্বামী তত্ত্বসারানন্দ, ব্রক্ষচারী প্রশিক্ষণ কেন্দ্র, অধ্যাপক পলাশ ঘোড়ই, মেদিনীপুর, স্বামী তত্ত্ববিদানন্দ, সহ-সাধারণ সম্পাদক, বেলুড় মঠ।

দ্বিতীয় দিনের বিদায়ী ভাষণ প্রদান করবেন বেলুড় মঠের সহ-সঙ্ঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ভজনানন্দজী। সমগ্র অনুষ্ঠানটি নদীয়া তথা পশ্চিমবঙ্গের ভাব আন্দোলনে বিশেষ উল্লেখযোগ্য সংযোগ বলে দাবী করলেন স্বামী অমরেশ্বরানন্দ।রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নবদ্বীপে এহেন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই।

WestBengalBangla

Dec 09 2023, 16:13

কাকদ্বীপে রেশন দুর্নীতি, চঞ্চল্য এলাকায়

এসবি নিউজ ব্যুরো: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। দিনের পর দিন রেশনের ব্যাপক দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠেছিল তার ব্যবসা। খাদ্য দপ্তরের পক্ষ থেকে গোডাউনে হানা দেওয়ার পর থেকে দুর্নীতির অভিযোগ সামনে চলে আসে।রেশনের ১৫ কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ উঠল কাকদ্বীপের এক রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে।

জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই অভিযুক্ত রেশন ডিস্ট্রিবিউটরকে শো-কজ করা হয়েছে। অভিযুক্ত ওই রেশন ডিস্ট্রিবিউটারে নাম অমিত কুমার ভগত। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত।খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখ কাকদ্বীপে রেশন দোকানগুলি পরিদর্শনে আসেন খাদ্য দফতরের আধিকারিকেরা।

অভিযোগ, কয়েকজন ডিলারের থেকে তাঁরা জানতে পারেন, এলাকার ডিস্ট্রিবিউটর অর্ধেকের বেশি দোকানে রেশন সামগ্রী সময় মতো পৌঁছে দেন না। ফলে সঠিক সময়ে গ্রাহকেরা রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

WestBengalBangla

Dec 09 2023, 16:12

মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস বিধায়কের

এসবি নিউজ ব্যুরো: একটি মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস করলেন বিধায়ক হামিদুল রহমান। আজ শনিবার চোপড়ার হাপ্তিয়া গাছি অঞ্চলের ভাইস পিটা এম, এস, কে স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,"কেন্দ্রের বিজেপি সরকার চায় বাংলায় উন্নয়নের কাজ থমকে যাক। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের নানা বঞ্চনা সত্বেও উন্নয়নের কাজ বন্ধ রাখেননি।

আগামীতে আরও বেশ কয়েকটি রাস্তার কাজের শিলান্যাস করা হবে বলে বিধায়ক জানান।"অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক, জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ,পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, তাহের আহমেদ, আসমত আরা বেগম,গ্রাম পঞ্চায়েত সদস্যা হাসান আলী, প্রমূখ।

WestBengalBangla

Dec 09 2023, 16:11

মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস বিধায়কের

এসবি নিউজ ব্যুরো: একটি মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস করলেন বিধায়ক হামিদুল রহমান। আজ শনিবার চোপড়ার হাপ্তিয়া গাছি অঞ্চলের ভাইস পিটা এম, এস, কে স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,"কেন্দ্রের বিজেপি সরকার চায় বাংলায় উন্নয়নের কাজ থমকে যাক। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের নানা বঞ্চনা সত্বেও উন্নয়নের কাজ বন্ধ রাখেননি।

আগামীতে আরও বেশ কয়েকটি রাস্তার কাজের শিলান্যাস করা হবে বলে বিধায়ক জানান।"অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক, জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ,পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, তাহের আহমেদ, আসমত আরা বেগম,গ্রাম পঞ্চায়েত সদস্যা হাসান আলী, প্রমূখ।

WestBengalBangla

Dec 09 2023, 16:10

এমাসেই বকেয়ার দাবিতে দিল্লির যাবেন মমতা

ফের একবার দিল্লির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১০০ দিনের বকেয়ার দাবিতে দিল্লির পথে মমতা। বাংলার প্রাপ্য বুঝে নিতে এবার দিল্লিতে যাচ্ছেন মমতা। আজ বাগডোগরায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে। ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে।‘

মমতা জানান, তাঁর দিল্লি সফরকালে মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সময় দিলে রাজ্যের বকেয়া আদায়ের দাবি নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্‍ করবেন তিনি। পাশাপাশি, তাঁর সফরকালে ইন্ডিয়া জোটের বৈঠকের সম্ভাবনা উসকে তিনি আরও জানান, সেইসময় দিল্লিতে একটি বৈঠকও রয়েছে।

WestBengalBangla

Dec 09 2023, 16:09

কুণালকে "চোর চোর" স্লোগান

শনিবার দুপুরে আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছলেন কুণাল। কুণালকে দেখে চোর চোর স্লোগান ওঠে। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় ধর্না মঞ্চে।

কুণাল ঘোষ বলেন, আমি ছবি তুলতে আসিনি। আমি মাথা ন্যাড়ার খবর পেয়ে এখানে এসেছি। চাকরিপ্রার্থীদের চাকরির একটা চেষ্টা চলছে। আমি ওদের সঙ্গে কথা বলতে এসেছি। তারপর থেকেই চোর চোর স্লোগান শুরু হয়

WestBengalBangla

Dec 09 2023, 15:24

বনগাঁতে বিকশিত সংকল্প যাত্রা


উত্তর ২৪ পরগনা: রাজ্যের ৪২ টি লোকসভার মধ্যে বনগাঁ লোকসভার অন্তর্গত গাইঘাটা বিধানসভার চাঁদপাড়া থেকে শনিবার বারবেলায় শুরু হল বিকশিত সংকল্প যাত্রা। এদিন দুপুরে চাঁদপাড়া বাজারে পৌঁছে যান প্রধানমন্ত্রীর বিকশিত সংকল্প যাত্রার গাড়ি।

এদিনের এই যাত্রার শুভ উদ্বোধন করলেন বনগাঁ লোকসভা সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল সহ বিজেপির কয়েকশো নেতা কর্মী।

WestBengalBangla

Dec 09 2023, 15:24

*সাধারণ মানুষের সুবিধার্থে জেলার আদালতে আদালতে লোক আদালত,পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ*

তমলুক: ট্রাফিক মামলা হোক বা জায়গা জমি সংক্রান্ত মামলা। জেলার আদালতে আদালতে জমে থাকা মামলা সমাধানে জেলার আদালত আদালতে বসেছে লোক আদালত। ৯ ডিসেম্বর শনিবার বছরের শেষ জাতীয় লোক আদালত বসলো জেলার তমলুক, হলদিয়া ও কাঁথি আদালতে। বছরে শেষ লোক আদালতে মানুষের ভিড়, উৎসবের মেজাজের ছবি দেখা গেলো তমলুক আদালত সহ অন্যান্য আদালত গুলিতে।

ফৌজদারী থেকে ট্রাফিক আইন একদিনে আদালতে উঠল ২১ হাজারেরও বেশি মামলা। ফৌজদারি, মানি লন্ডারিং, ট্রাফিক আইন ভাঙা ও বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ একদিনে ২১ হাজারেরও বেশি মামলা আদালতে উঠল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার লোক আদালতের এবার বিশেষ দিক হল সহকারী বিচারপতির আসনে একজন রূপান্তরকারী মহিলার পাশাপাশি একজন প্রায় ৮০ শতাংশ দৈহিক প্রতিবন্ধী রয়েছেন।

জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলা গুলির নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয় ৯ ডিসেম্বর শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবছর চারটি লোক আদালত বসে দেশজুড়ে। আর এদিন বছরের শেষ জাতীয় লোক আদালত শুরু হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতেও জাতীয় লোক আদালত বসেছে। জাতীয় লোক আদালতে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৭ টি বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চগুলিতে মোট ২১ হাজার ৩০০ টি মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা সদর আদালতে মোট ১১ টি বেঞ্চ গঠন করা হয়। যার মধ্যে ৩ টি শুধুমাত্র ট্রাফিক আইনভঙ্গ মামলার জন্য রাখা হয়। সব মিলিয়ে এই ১১ টি বেঞ্চে নিষ্পত্তির জন্য মোট ১১ হাজার ৩০০ টি মামলার শুনানি শুরু হয়। জাতীয় লোক আদালতের বিভিন্ন বেঞ্চের মামলার শুনানি শুরু হওয়ার পর। বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাশাপাশি হলদিয়া ও কাঁথি মহাকুমা আদালতে জাতীয় লোক আদালত বসেছে। হলদিয়া মহকুমা আদালতে মামলার পরিমাণ ২ হাজার ৮১২ টি। অন্যদিকে কাঁথি মহাকুমা আদালতে নিষ্পত্তির জন্য ৪ হাজার ৬২১ টি মামলা কে বেছে নেওয়া হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্সিডেন্ট ক্লেম মামলা চেক বাউন্স হওয়ার মামলা ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের বেঞ্চগুলি গঠন করা হয়।

বছরের শেষ জাতীয় লোক আদালত নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক জানান, '৯ ডিসেম্বর বছরের শেষ জাতীয় লোক আদালত বসেছে। জেলায় মোট ২৭ টি বেঞ্চ করা হয়েছে। মানুষজন উৎসাহের সঙ্গে জাতীয় লোক আদালতে এসে মামলার দ্রুত নিষ্পত্তি করছেন। এবারের লোক আদালতের বিশেষ বৈশিষ্ট্য হল রূপান্তরকারী এক মহিলা ও একজন দৈহিক প্রতিবন্ধী সহকারী বিচারপতির ভূমিকাপালন করছে। প্রসঙ্গত দেশজুড়ে আদালতে আদালতে মামলার পরিমাণ কমানোর জন্য এই জাতীয় লোক আদালত বছরের নির্দিষ্ট দিনে চারবার আয়োজিত হয়।

WestBengalBangla

Dec 09 2023, 14:33

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের প্রতিবাদে কৃষ্ণনগরে টায়ার জ্বালিয়ে TMCP এর বিক্ষোভ

নদীয়া:লগ ইন পাসওয়ার্ড কান্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কে সংসদ পদ থেকে বহিষ্কার করার পর আজ নদীয়ার কৃষ্ণনগরে TMCP এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা সদর মোড় থেকে মিছিল শুরু হয়ে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথসভার আয়োজন করা হয়।

WestBengalBangla

Dec 09 2023, 14:30

বসিরহাটের সীমান্তে ১০০ দিনের প্রকল্পের উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তৃণমূল সাংসদদের কোটার টাকা

উত্তর ২৪ পরগনা: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লির ধর্না মঞ্চে সামিল হয়েছিলেন ৭ উপভোক্তা।আজ তাদের হাতে লক্ষাধিক টাকার চেক তুলে দিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটার টাকা। অভিযোগ রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বারবার রাজ্যে দাবি করেছে কেন্দ্রের কাছে তাদের বরাদ্দ টাকা ১০০ দিনের প্রকল্পের সহ একাধিক প্রকল্পের টাকা দিক। কিন্তু টাকা লুটের অভিযোগ তুলে সেই টাকা কেন্দ্র দেয়নি।

এই নিয়ে কেন্দ্রের বঞ্চনার প্রতি একাধিক আন্দোলন কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ করে তৃনমূল।তাতেও দিল্লির কর্ণপাত করেনি ।আজও রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দেয়নি। যেসব উপভোক্তরা প্রকল্পের টাকা পায়নি তাদের হাতের পারিশ্রমিক হিসেবে তাদের বকেয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন," আমার সাংসদ কোটার টাকা, ১০০ দিনের প্রকল্পের উপভোক্তা যারা, আজও পর্যন্ত পাননি তাদের হাতে তুলে দেওয়া হবে।

"পাশাপাশি ,রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন উপভোক্তাদের টাকা রাজ্য সরকার তাদের হাতে তুলে দেবে। ১০০ দিনের প্রকল্পের পাওনা টাকা পেয়ে রীতিমতো খুশি বসিরহাটের ১ নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া, কোদালিয়ার, ঘুসুড়ি, সাকচুড়া ,গোলাই চন্ডী শংকরপুর সহ একাধিক গ্রামের উপভোক্তারা।